8.4.09

Milon

আসলে এতো নাটকে আমি অভিনয় করতে চাইনি : মিলন

AnisurRahmanMilon01এবারের ঈদে আনিসুর রহমান মিলন অভিনীত নাটকের সংখ্যা সবচেয়ে বেশি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ১২টি নাটকে অভিনয় করেছেন। অভিনীত নাটক ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে মিলনের সাথে কথা বলেছেন মীর সামী।

# ঈদের কাজের ব্যস্ততা কেমন?
## ভাই এবারে ঈদে আমি অনেক বেশি নাটকে অভিনয় করছি। আসলে এতো নাটকে আমি অভিনয় করতে চাইনি। কিন্তু প্রত্যেকটি নাটকের গল্প এবং চরিত্র আমাকে অভিনয় করতে বাধ্য করেছে।

# নাটকগুলোর নাম বলতে পারবেন?
## হ্যা। নাটকগুলো হচ্ছে, নাজনীন চুমকি রচিত 'নীলের প্রেম প্রীতি' নাটকটির পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন। এই নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন অপি করিম। জুয়েল মাহমুদের রচনা ও নরেশ ভুইয়ার পরিচালনায় মানসিক দ্বন্দ্ব নিয়ে তৈরি নাটক 'দহন AnisurRahmanMilon02বিলাস'। ইনসান ইমনের রচনা ও পরিচালনায় 'সাইকো' একটি সিরিয়াল কিলারের ঘটনা নিয়ে নির্মিত নাটক। শিবু কুমার শীলের রচনা ও মেজবাউর বহমান সুমনের পরিচালনায় 'অনেকদিন পর' নাটকের গল্পটি এমন- একটি বেবিটেক্সিতে উঠে ছিনতাই করে একটি যুবক। তবে নামার সময় তার হাত টেনে ধরে এক নারী। এই নারীটি ছিল যুবকটির পূর্বপরিচিত। তারপর কাহিনী মোড় নেয় ভিন্ন দিকে। এই তিনটি নাটকেও আমার বিপরীতে অভিনয় করেছেন অপি করিম। শাহরুখ শহীদের রচনা ও এস এ হক অলিকের পরিচালনায় 'নন্দিনী এবং একটি অসমাপ্ত গল্প'। একটি মেয়েকে কেন্দ্র করে নাটকটি। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন চিত্র নায়িকা পূর্ণিমা। ড. সেলিম আলদীনের বচনা ও গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নটক 'পৃথক', আকরাম খানের রচনা ও পরিচালনায় নাটক 'ফেরারি পাখি', সুমন্ত আসলামের রচনা এবং তাহের শিপনের পরিচালনায় 'হ্যালো হৃদিতা আছে', বেলাল আহমেদের রচনা এবং হিমু আকরামের পরিচালনায় 'উপকুল এক্সপ্রেস' ছাড়াও মিরণ মহিউদ্দিনের রচনা ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় 'লাল পিপড়ার কামড়'।

# এতোগুলো নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। কখনো কি এমন মনে হয়েছে যে একটি নাটকের চরিত্র অন্য একটি নাটকের চরিত্রের সাথে মিলে গেছে?
## না, এরকমের অভিজ্ঞতা আমার এখোন পর্যন্ত হয়নি। যেমন ' সাইকো' নাটকে আমি একজন সিরিয়াস কিলারের চরিত্রে অভিনয় AnisurRahmanMilon03করেছি। যে ছেলেটা বছরের একটি নিদিষ্ট সময়ে একটি মেয়েকে খুন করে। আবার 'অনেকদিন পর' নাটকে আমি একজন ছিনতাইকারীর চরিত্রে। আসলে চরিত্রের ভিন্নতা না থাকলে কাজ করে মজা পাওয়া যায় না।

# আপনার অভিনীত কোন নাটকের চরিত্র কি আপনার নিজের চরিত্রের সাথে কখনো মিলে গেছে?
## না, আমার অভিনীত কোন নাটকের চরিত্র আমার নিজের চরিত্রের সাথে মেলেনি। তবে কখনো আংশিক ভাবে মিলে গেলেও যেতে পারে। পুরোপুরি মেলেনি। মিলবে তখনই যখন আমার জীবনকে নিয়ে কোন নাট্যকার নাটক রচনা করবে এবং আমি সেই নাটকের মিলন চরিত্রে অভিনয় করব।

# কোন নাটকে অভিনয়ের আগে আপনি কোন বিষয়টি দেখে কাজ করার সিদ্ধান্ত নেন?
AnisurRahmanMilon05 ## আমাকে মুলতঃ নাটকের গল্প এবং চরিত্রই নাটকে কাজ করতে প্রলুব্ধ করে। আমি প্রথমে নাটকের চিত্রনাট্য পড়ি এবং আমার যদি ভালো লাগে তবেই আমি নাটকে কাজ করি।

# পরিচালক এবং অভিনয় শিল্পীর সাথে সম্পর্ক কেমন থাকা উচিত?
## একজন অভিনয় শিল্পী এবং একজন পরিচালকের সাথে সম্পর্ক থাকা উচিত অব্যশ্যই বন্ধুত্বপূর্ণ। এর আগে পরে কোন কথা নেই। পরিচালকের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে তবে ভালো কাজ আশা করা যায় না।

# বর্তমান সময়ে তরুন অভিনেতা বা অভিনেত্রীরা যারা আছেন তাদের সম্পর্কে আপনার অভিমত?

AnisurRahmanMilon07 ## বর্তমানে যারা আমাদের এই টিভি মিডিয়ায় নাটক বা মডেলিং করছে তারা অনেক ভাল করছে। এখনতো অনেকগুলো স্যাটেলাইট চ্যানেল ফলে কাজ করার ক্ষেত্রটাও অনেক। তাই আমার কাছে মনে হয় তারা অনেক ভালো করবে।

# একজন অভিনেতা বা অভিনেত্রীর থিয়েটার করাটা কতটা জরুরী?
## একজন অভিনয় শিল্পীর জন্য থিয়েটার করাটা অনেক জরুরী। কারন থিয়েটারের মাধ্যমে অভিনয়ের নানা কলাকৌশল শেখা যায়। আর একজন অভিনয় শিল্পী তার অভিনয়ে কতটা দক্ষ তার প্রমাণ পাওয়া যায় মঞ্চে।

# এক পর্ব নাকি মেগাসিরিয়াল- কোনটাতে কাজ করতে আপনার বেশি ভালো লাগে?
AnisurRahmanMilon04 ## আসলে একপর্ব এবং মেগা সিরিয়াল দুটি দুই ধরনের। যেমন একপর্বের নাটকে একটি চরিত্রকে নিয়ে একদিন বসবাস করলে হয়। আবার মেগা সিরিয়ালে হয় উল্টোটা সেখানে একটি চরিত্র নিয়ে বসবাস বরতে হয় মাসের পর মাস।

# আপনার অভিনীতি সিনেমা 'দি লাষ্ট ঠাকুর' কবে মুক্তি পাবে?
## আমার জানা মতে এবছরের শেষ দিকে মুক্তি পাবে।


সুত্র - গ্লিটস/২৫ সেপ্টেম্বর ২০০৮

No comments:

Post a Comment